Notification
Tidak ada notifikasi baru.

কিন্ডারগার্টেন পদ্ধতি কি? কিন্ডারগার্টেন সম্পর্কে সঠিক তথ্য জানেন কি?

দিনদিন কিন্ডারগার্টেন এর জনপ্রিয়তা আরো বাড়ছে, মানুষ যেন আরো বেশি ঝুঁকে পড়ছে কিন্ডারগার্টেনের দিকে । কিন্তু আমাদের দেশে এই কিন্ডারগার্টেন এর প্রকৃত
কিন্ডারগার্টেনের বৈশিষ্ট্য : কিন্ডারগার্টেনের নাম শুনেনি এমন মানুষ আজ পাওয়া যাবে না। বর্তমানে আমাদের দেশে অলিতে-গলিতে কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। দিনদিন কিন্ডারগার্টেন এর জনপ্রিয়তা আরো বাড়ছে, মানুষ যেন আরো বেশি ঝুঁকে পড়ছে কিন্ডারগার্টেনের দিকে। কিন্তু আমাদের দেশে এই কিন্ডারগার্টেন পদ্ধতি ও এর বৈশিষ্ট্য না মেনে, প্রকৃত কার্যক্রম এর দিকে না গিয়ে ব্যবসা বানিয়ে দিয়েছে এবং দিচ্ছেন। 
 
চলুন জেনে নিই কিন্ডারগার্টেন স্কুল গুলোতে আসলে কী শেখানো উচিৎ এবং তাদর কার্যক্রম কেমন হয়ে থাকে।

কিন্ডারগার্টেন কি?

কিন্ডারগার্টেন ( kindergarten ) একটি জার্মান শব্দ অর্থাৎ জার্মানি থেকে এসেছে। কিন্ডারগার্টেন শব্দের অর্থ হচ্ছে ' শিশুদের বাগান '। 
 
কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা Friedrich Froebel (1782-1852), তিনি ১৮৪০ সালে Garden of Children নামে প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন।
 
আর আর কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম পদ্ধতি হচ্ছে কোমলমতি বাচ্চাদের খেলার ছলে তাদেরকে শিক্ষা প্রদান করা। 
কিন্তু তার মানে এই নয় যে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেরকম। সাধারণত 3 থেকে 5 বছরের বাচ্চাদের এসব স্কুলে পড়ানো হয়। 
 
Wikipedi‘র মতে,
Kindergarten is a preschool educational approach based on playing, singing, practical activities such as drawing, and social interaction as part of the transition from home to school. 
কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাদের খেলাধুলার পরিবেশকে বেশি প্রাধান্য দেয়া হয় এবং খেলার ছলে বাচ্চাদেরকে গণিত, বিজ্ঞান, নৈতিক শিক্ষা, সমাজে কার সাথে কি আচরণ করতে হবে এগুলো শেখানো হয়।  

কিন্ডারগার্টেন স্কুলের বৈশিষ্ট্য

কিন্ডারগার্টেন,  কিন্ডারগার্টেন স্কুলের বৈশিষ্ট্য,  কিন্ডারগার্টেন অর্থ কি,  কিন্ডারগার্টেন স্কুল,  কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য,  কিন্ডারগার্টেন স্কুল সিলেবাস  কিন্ডারগার্টেন স্কুল,  কিন্ডারগার্টেন স্কুলের ছবি,  কিন্ডারগার্ডেন
কিন্ডারগার্টেন প্লে-গ্রাউন্ড
  • কিন্ডারগার্টেন পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলোএসব স্কুলে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অনেক কিছু থাকে। তাদের খেলাধুলার জন্য খেলাধুলা উপকরণ থাকে এবং শিক্ষকরা সার্বক্ষণিক ওই স্কুলে থাকা অবস্থায় বাচ্চাদের যত্ন নেন। 
  • কিন্ডারগার্টেন স্কুলে বাস্তবতার সাথে মিল রেখেও অনেক জ্ঞান প্রদান করা হয়। 
  • বাচ্চাদের উপর কোন কিছু চাপিয়ে নয় বরং খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে কিন্ডারগার্টেন স্কুলে পড়ানো হয়।
 
কিন্ডারগার্টেন,  কিন্ডারগার্টেন স্কুলের বৈশিষ্ট্য,  কিন্ডারগার্টেন অর্থ কি,  কিন্ডারগার্টেন স্কুল,  কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য,  কিন্ডারগার্টেন স্কুল সিলেবাস  কিন্ডারগার্টেন স্কুল,  কিন্ডারগার্টেন স্কুলের ছবি,  কিন্ডারগার্ডেন
মজায় মজায় শিক্ষা

বাংলাদেশে কিন্ডারগার্টেন স্কুলগুলোর বর্তমান অবস্থা:

কিন্তু আমাদের দেশে কিন্ডারগার্টেন হয়ে গেছে একটা বাণিজ্য। এখানে বাচ্চাদেরকে ছোট থেকেই এক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ছেড়ে দেয়া হয়। বাংলাদেশের কিন্ডারগার্টেন গুলোতে খেলাধুলার ছলে পড়াশোনা তো করানো হয়ই না, এমনকি অনেক স্কুলে খেলাধুলার মাঠ পর্যন্ত নেই। বাচ্চাদের শেখানোর বিভিন্ন উপকরণই নেই। 
 
তারা শুধু বিভিন্ন বই ঠিক করে দেয় এবং এগুলো থেকেই পড়ায় যা প্রকৃতপক্ষে কিন্ডারগার্টেনের কার্যক্রমকে সমর্থন না করে আরও ব্যাহত করে। এতে বাচ্চাদের মানসিক মানসিক অবস্থার অবনতি হয় ।

আমাদের  দেশের অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে যেগুলোর কর্তৃপক্ষ কিন্ডারগার্টেন কি তাই জানে না। অনেকে আবার নামটিও ঠিকভাবে লিখতে পারেনা যেমন আমরা প্রায়ই দেখতে পাই কিন্ডারগার্টেন না লিখে কিন্ডার গার্ডেন, কিন্টার গার্ডেন, কিন্ডারগার্ডেন এগুলো লিখে থাকে। স্কুলের কর্তৃপক্ষ যদি নাই জানেন কিন্ডারগার্টেন স্কুল কি কিভাবে কাজ করে তাহলে তারা বাচ্চাদের কি শিখাবে! 
 
আমাদের দেশের আধুনিক বাবা মায়েরা বাচ্চাকে আরো বেশি প্রেশার দিয়ে শেখানোর উদ্দেশ্যেই মূলত প্রাইমারী স্কুলে না দিয়ে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করিয়ে দেন, তাই দোষ আমাদের নিজেদেরই।
 
এগুলো কিন্তু আসলে বাচ্চাদের মানসিক অবস্থার অনেক ক্ষতি করে দেয়, কারণ আমাদের দেশে কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনার যে চাপ থাকে বাচ্চারা সেই চাপ নেওয়ার সমর্থই হয় না এই বয়সে। 
 
কিন্ডারগার্টেন পদ্ধতি কি হওয়ার কথা, আর কি হয়ে আছে বলুন তো! তাই নিজে কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিকভাবে জানুন, অন্যকেও বিষয়টি সম্পর্কে অবহিত করুন।
কী
Ovijeet Saha
Ovijeet Saha
I am here to satisfy my curiosity to know about new things.
কথোপকথনে যোগ দিন (1)
১টি মন্তব্য
  1. Unknown
    Unknown
    ৩ মার্চ, ২০২২ এ ১১:৫২ AM
    Profile
    Unknown
    Unknown
    Said: সুবিধা এবং অসুবিধা
    সুবিধা এবং অসুবিধা